Lead Newsদেশবাংলা

বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ নয়, পর্যবেক্ষণ করছে ইইউ

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের(ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো চাপ বা হস্তক্ষেপ নয়, বরং পর্যবেক্ষণ করে যাচ্ছেন তারা।

আজ সোমবার, ১৫ নভেম্বর, রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ বা ডিকাব এই অনুষ্ঠানের আয়োজন করে। হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডিকাব সভাপতি পান্থ রহমান এবং সংগঠনটির সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দীন বক্তব্য দেন।

‘ডিকাব টক’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে ইইউ রাষ্ট্রদূত বলেন, নির্বাচন একটি একটি প্রসেস, প্রক্রিয়া। এটা কোনো ইভেন্ট নয়। বাংলাদেশের জাতীয় নির্বাচন হতে আরো দুই বছর বাকি আছে। আমরা চাই, ভোট দেওয়ার চর্চা অব্যাহত রাখবে বাংলাদেশ। বাংলাদেশের নির্বাচনের ওপর পর্যবেক্ষণ রাখছে ইইউ। কোনো চাপ সৃষ্টি বা হস্তক্ষেপ নয়, বরং একাধিক কারণে এদেশের নির্বাচনে বিশ্বের দৃষ্টি আছে।

চার্লস হোয়াইটলি বলেন, বর্তমানে বাংলাদেশ অর্থনীতি ও উন্নয়নের পাওয়ার হাউস। স্বাভাবিক কারণেই এ দেশের গণতন্ত্র, উন্নয়ন, নির্বাচন ও ভোটসহ সার্বিক বিষয়ে বিশ্বের আগ্রহ রয়েছে। তবে আগামী নির্বাচন কেমন হচ্ছে এ বিষয়ে বিশ্বের আগ্রহ থাকার অর্থ এ নয় যে, ভোটে হস্তক্ষেপ করতে চায় তারা।

প্রসঙ্গত, সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ২০২৩ সালে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই হিসাবে এখনও প্রায় দুই বছর বাকি আছে। অবশ্য ইতোমধ্যে নির্বাচন উপলক্ষে দলগুলো প্রস্তুতি শুরু করেছে। এ নিয়ে রাজনীতির মাঠে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও মাঝে-মধ্যে নির্বাচন নিয়ে কথা বলছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =

Back to top button