ভ্রমন

৩০মে পর্যন্ত বাড়ানো হয়েছে বাংলাদেশ বিমানের ফ্লাইট নিষেধাজ্ঞা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সকল সিডিউল ফ্লাইট আগামী ৩০মে পর্যন্ত বন্ধ থাকবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর বলা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ এর কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অব্যবহৃত টিকিটে সম্মানিত যাত্রীগণ আগামী ১৪মার্চ, ২০২১ পর্যন্ত কোন প্রকার চার্জ ছাড়া ভ্রমণ করতে পারবেন অথবা এ সময়ের মধ্যে মূল্য ফেরত নিতে পারবেন।

তবে, কোনো যাত্রী টিকিট বাতিল করে অর্থ ফেরত চাইলে নিতে পারবেন তাও। আর এজন্য গুণতে হবে না বাড়তি কোনো চার্জও। বুধবার (১৩ মে) সকালে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক।

বিমান কর্তৃপক্ষ জানায়, ৩১ মার্চ পর্যন্ত যাত্রীদের পাওনার পরিমাণ ছিল ২শ ৪০ কোটি টাকা। করোনা সংক্রমণ ঠেকাতে সিভিল অ্যাভিয়েশনের নিষেধাজ্ঞার কারণের বর্তমানে বিশেষ ফ্লাইট ছাড়া বন্ধ রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত সব ফ্লাইট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + thirteen =

Back to top button