এরশাদবিরোধী আন্দোলনে নিহত শহীদ নূর হোসেন সম্পর্কে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গার বক্তব্য নিয়ে সংসদে কড়া সমালোচনা করেছেন তার নিজ দলেরই প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ।
তিনি বলেছেন, বান্দরকে লাই দিলে গাছের মাথায় ওঠে। আমি যত দিন রাজনীতি করি তত দিন মসিউর রহমান রাঙ্গার বয়সও না। ও এই ধৃষ্টতা দেখায় কীভাবে, এই দুঃসাহস কীভাবে পেল? এই সংসদই তাকে লাই দিয়েছে।
গতকাল রাতে জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আওয়ামী লীগের সিনিয়র এমপিরা মসিউর রহমান রাঙ্গাকে সংসদে এসে ক্ষমা চাওয়ার দাবি জানান এবং জাতীয় পার্টির অবস্থান জানতে চান।