বাবরি মসজিদের স্থানে নির্মাণাধীন রামমন্দিরের প্রধান করোনাক্রান্ত
ভারতের উত্তরপ্রদেশের অযোদ্ধায় বাবরি মসজিদের স্থানে নির্মাণাধীন বিতর্কিত রামমন্দিরের ট্রাস্ট প্রধান নৃত্য গোপাল দাস করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। গত বুধবার এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উপস্থিত ছিলেন রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের এই প্রধান।
বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত সপ্তাহে অযোদ্ধায় রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মঞ্চে যে পাঁচজন ভিআইপি উপস্থিত ছিলেন; তাদের মধ্যে রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের নৃত্য গোপাল দাসও ছিলেন। বৃহস্পতিবার তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
ওইদিন অযোদ্ধায় রামমন্দিরের উদ্বোধনীতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের নৃত্য গোপাল দাস, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, বিজেপির আদর্শিক পরামর্শক ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভগবত।
রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের প্রধান নৃত্য গোপাল দাস বর্তমানে মথুরায় রয়েছেন। মথুরার জেলা ম্যাজিস্ট্রেট সরভাগ্য রাম মিশ্র বলেন, মহারাজ নৃত্য গোপাল দাসের কিছুটা জ্বর আছে বলে আমরা খবর পেয়েছি। যে কারণে আমরা একটি মেডিকেল টিম পাঠিয়েছিলাম। তারা পরীক্ষা করে কিছু ওষুধ দিয়েছেন। জ্বর স্বাভাবিক ছিল। তবে হালকা শ্বাসকষ্ট ছিল। আমরা তার অক্সিজেনের মাত্রাও পরীক্ষা করেছি। এতে গুরুতর কিছু ধরা পড়েনি। পরে করোনা পরীক্ষা করা হলে তার পজিটিভ রিপোর্ট আসে।
সম্প্রতি রামমন্দিরের ট্রাস্টের এই প্রধানের সংস্পর্শে যারা এসেছেন তাদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট রাম মিশ্র।
উল্লেখ্য, রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের কিছুদিন আগে রাম জন্মভূমি চত্বরের দায়িত্বে থাকা পুরোহিত প্রদীপ দাস এবং ১৪ জন পুলিশ সদস্যের দেহেও করোনাভাইরাস ধরা পড়ে। গত বুধবার বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় রামমন্দিরের প্রথম ইট স্থাপন করেন।
দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) গত নির্বাচনের মূল প্রতিশ্রুতিগুলোর অন্যতম ছিল অযোদ্ধায় রামমন্দির নির্মাণ। সেই প্রতিশ্রুতি পূরণ করে মন্দিরের ‘ভূমি পূজা’ অনুষ্ঠানে অংশ নিতে ২৯ বছর পর অযোধ্যায় যান নরেন্দ্র মোদি।