আর কোনো বাবাদের যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়। বিশ্ব বাবা দিবস উপলক্ষে সন্তানদের প্রতি এ আহ্বান জানিয়েছে জাতীয় পুরুষ সংস্থা।
রোববার (২০ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ আহ্বান জানান সংস্থার নেতাকর্মীরা।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, সংবাদ মাধ্যমে দেখতে পাই, প্রকাশ্যে ছেলের সামনে বাবাকে হত্যা করা হয়। এই নির্মম হত্যা আর কোনো ছেলেকে যেন দেখতে না হয়। এ সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার করতে হবে। বাবাকে নিরাপদ রাখতে সন্তানদের এগিয়ে আসতে হবে। আমরাই পারি সকল বাবাদের ভালো রাখতে।
তারা বলেন, আইনের শাসনের মাধ্যমে বাবাদের জীবন নিশ্চিত করতে হবে। অর্থবহ কর্মসংস্থানের মাধ্যমে তাদের জীবন সুরক্ষায় এগিয়ে আসতে হবে। বাবারা সারাজীবন সন্তানের ভালো থাকার বিষয়ে কাজ করে যান। নিজের সব শখ আহ্লাদ ভুলে গিয়ে আগলে রাখেন সন্তানদের। একজন বাবার ঋণ কখনো শোধ করা যাবে না। তাই বাবাদের কখনো অবহেলা করবেন না।
মানববন্ধন থেকে সরকারের কাছে আট দফা দাবি তুলে ধরা হবে জানান বক্তারা। এতে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি জসিম উদ্দিন রাজা, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, দফতর সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সদস্য মো. বাবুল ইসলাম ও আজিম উদ্দিনসহ অনেকে।