বিএনপিকেই আন্দোলনের ডাক দিতে হবেঃ মান্না
বর্তমান সরকারকে হটাতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। এরশাদ সরকারের সময় আমরা আন্দোলন করেছি। এখন এই আন্দোলনের ডাক বিএনপিকেই দিতে হবে। সময় থাকতেই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
রোববার (৩১ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নারী অধিকার ফোরাম আয়োজিত গোল টেবিল বৈঠকে তিনি একথা বলে।
মান্না বলেন, বাংলাদেশে এমন কী হয়েছে যে, এটাকে সাম্প্রদায়িক দাঙ্গা বলতে হবে? দাঙ্গা তৈরি হলে তো দুটি সম্প্রদায়ের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হবে। কিন্তু দেশে তো তা হয়নি। কুমিল্লায় কোনো হিন্দু মন্দিরে কোরআন রাখেনি। আমরা সেটা বিশ্বাসও করি না।
মন্দিরে হামলা রাজনৈতিক, এমন মন্তব্য করে মান্না বলেন, হাজিগঞ্জে বড় একটা হামলা হয়েছে। সেখানে যে ছাত্রলীগ নেতাকর্মীরা ছিল, তা প্রমাণ হয়েছে। সুতরাং এটা রাজনৈতিকভাবেই হামলা হয়েছে।
গণতদন্ত কমিটির বিষয়ে মান্না বলেন, মন্দিরে কে কোরআন রেখে এসেছে, তা আমরা জানি না। আমরা তদন্ত করতেও পারবো না। সরকারের পক্ষ থেকে আমাদের সঠিক তথ্যও দেওয়া হবে না। আমাকে একজন প্রশ্ন করেছেন, আপনারা গণ-তদন্ত কমিটি গঠন করেন না কেন? আমার প্রশ্ন হলো, আপনাকে তথ্য দেবে কে? সবাই তো ভয় পায়।
সরকারের অবস্থান বিষয়ে মান্না বলেন, গত কয়েক বছরে কতগুলো হামলার ঘটনা ঘটলো। কোনোটারই বিচার হলো না। এই সরকার সাম্প্রদায়িকতাকে ঘরে পুষে রাখে। যখন যেটা দরকার তা কাজে লাগায়।
বৈঠকে নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতারা এবং দেশের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।