বিএনপিতে যোগ দিলেন সেনা, নৌ ও বিমানবাহিনীর ২৪ জন সাবেক কর্মকর্তা। রোববার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে যোগ দেন তারা।
এ সময় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপিতে যোগ দেয়া কর্মকর্তাদের মধ্যে সেনাবাহিনীর ১৮ জন ও নৌবাহিনীর দুজন এবং বিমানবাহিনীর ৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও কর্নেল (অব.) আব্দুল হকের পরিচালনায় যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপি স্হায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান।
আরও ছিলেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, এয়ার ভাইস মার্শাল (অব.) ফখরুল আজম, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর, মেজর (অব.) নুর, ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) হারুনুর রশিদ প্রমুখ।