করোনাভাইরাসরাজনীতি
বিএসএমএমইউ এর টেস্টেও ডা. জাফরুল্লাহর করোনা পজিটিভি
গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে একদফা পরীক্ষা করে করোনাভাইরাস শনাক্তের পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পিসিআর টেস্টেও কোভিড-১৯ পজিটিভ এসেছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার বৃহস্পতিবার রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গতকাল বিএসএমএমইউ থেকে ডা. জাফরুল্লাহর নমুনা সংগ্রহ করা হয়। রাতে তার মোবাইলে এসএমএসের মাধ্যমে পিসিআর পরীক্ষার ফল জানানো হয়। আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট দিয়েছে বিএসএমএমইউ।
এর আগে ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষায় তার কেভিড-১৯ শনাক্ত হয়। সেদিন ডা. জাফরুল্লাহ নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন।