করোনাভাইরাসজাতীয়

বিএসএমএমইউতে ৫৬০ জন নিলেন করোনা টিকা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রোববার (৭ ফেব্রুয়ারি) বিভিন্ন শ্রেণি-পেশার ৫৬০ জন করোনার টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে ছিলেন একাধিক ভিআইপ। বিচারপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামানও আজ টিকা নিয়েছেন বিএসএমএমইউ থেকে।

এ সময় বিএসএমএমইউর উপাচার্য ডা. কান্তি বড়ুয়া টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি জানান, টিকা নেয়ার পর থেকে আজ পর্যন্ত তিনি আগের মতই সুস্থ ও স্বাভাবিক অবস্থা অনুভব করছেন। কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করছেন না।

তাই কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে করোনা ভ্যাকসিন নেয়ার আহ্বান জানান তিনি।

এর আগে গত ২৮ জানুয়ারি ১৯৯ জন করোনাভাইরাস রোধে ভ্যাকসিন নিয়েছিলেন। সব মিলিয়ে এই সেন্টারে ৭৫৯ জন টিকা নিলেন।

বিচারপতিদের মধ্যে টিকা নিয়েছেন- সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জিনাত আরা, হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহীম, বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান।

আরো টিকা নিয়েছেন বিএসএমএমইউর সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান, গ্রন্থাগারিক অধ্যাপক ডা. মো. হারিসুল হক, সহযোগী অধ্যাপক ডা. মো. আলী ইমরান, সহকারী অধ্যাপক ডা. মো. আরিফুল ইসলাম জোয়ারদার টিটু, ডা. সুদীপ বড়ুয়া প্রমুখ।

এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ ফ্রন্টলাইন যোদ্ধারা টিকা নিয়েছেন।

গত ২৮ জানুয়ারি বিএসএমএমইউর উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়ার টিকা নেয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারের কোভিড-১৯ টিকা দেয়ার কর্মসূচির সূচনা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =

Back to top button