সাদেক হোসেন খোকা ছিলেন অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র। ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে ‘ধানের শীষ’ নিয়ে লড়তে যাচ্ছেন তাঁরই ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন। আজ মঙ্গলবার ওই পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ইশরাক। এ সময় তাঁর পাশে ছিলেন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মঙ্গলবার দুপুরে গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন ইশরাক হোসেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পাশাপাশি উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইশরাক হোসেন। তিনি বলেন, ‘এ নির্বাচনে বিজয় আমাদের নিশ্চিত ইনশা আল্লাহ। বিজয় ছিনিয়ে আনব আমরা। নির্বাচনের পরিবেশ নিয়ে বলার সময় এখনও আসেনি। আরও কিছুদিন পার হলে আমরা বলতে পারব, সবার ভূমিকা কী হচ্ছে; আপনারা (সাংবাদিক) নিজেরাও তো দেখতে পারবেন।’
ইশরাক বলেন, ‘আজকাল উন্নয়নের ধোঁয়া উঠেছে; এই উন্নয়ন সেই উন্নয়ন। আমরা উচ্চশিক্ষিত। আমরা জানি নগরের উন্নয়ন কীভাবে করতে হয়। বিশ্বের বিশেষজ্ঞদের এনে ঢাকার উন্নয়ন করাটা কোনো ব্যাপারই ছিল না। যে পরিমাণ অর্থ পাচার হয়েছে সে অর্থ যদি বাংলাদেশের ইকোনমিতে থাকত, শুধু ঢাকা না বাকি মেট্রোপলিটন শহরগুলোও উন্নত হতো এবং দেশ আসলেই আজ উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হতো। কিন্তু সেটি আসলে হয়নি।’
আজ মনোনয়নপত্র দাখিলের শেষদিন। এরইমধ্যে ঢাকা দক্ষিণে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস মনোনয়ন জমা দিয়েছেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ২ জানুয়ারি। আগামী ৯ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। আগামী ১০ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। ঢাকার দুই সিটিতেই ভোট হবে আগামী ৩০ জানুয়ারি, সূত্র এনটিভি অনলাইন।