Lead Newsজাতীয়

বিদ্যুৎ সরবরাহ উন্নয়নে ১,৪৫৪ কোটি টাকা ব্যয় করবে সরকার

একনেকে পাঁচ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মঙ্গলবার ঢাকা ও নারায়ণগঞ্জ শহরের ডিপিডিসির আওতাধীন গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ১ হাজার ৪৫৪ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পসহ মোট পাঁচটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে চলতি অর্থবছরের ষষ্ঠ একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল  ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সভায় যোগ দেন। একনেকের অন্য সদস্যরা রাজধানীর এনইসি ভবন থেকে যুক্ত ছিলেন।

সভা শেষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন,  ‘আজকের একনেক সভায় চারটি মন্ত্রণালয়ের পাঁচ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পের মোট আনুমানিক ব্যয় ২ হাজার ৫৭০ কোটি ১৫ লাখ টাকা।’

তিনি বলেন, মোট প্রকল্প ব্যয়ের মধ্যে ১ হাজার ৪৮৫ কোটি ১৩ লাখ টাকা সরকারের তহবিল থেকে, ১ হাজার ২ কোটি ৪২ লাখ টাকা বিদেশি ঋণ বা অনুদান এবং ৮২ কোটি ৬০ লাখ টাকা  বিদ্যুত বিতরণ সংস্থার (ডিপিডিসি) নিজস্ব তহবিল থেকে আসবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, পাঁচটির মধ্যে একটি নতুন প্রকল্প।

ডিপিডিসি প্রকল্প সম্পর্কে তিনি বলেন, ১ হাজার ৪৫৪ কোটি ৪ লাখ টাকার প্রকল্পটি গ্রাহকদের থিসিস্টেমের উন্নীতকরণের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে করা হয়েছে।

প্রদত্ত ফ্যাক্টশিট অনুসারে, ডিপিডিসি ২০২৩ সালের জুনে উপকেন্দ্র নির্মাণ ও পুনর্বাসন, বিদ্যুত ব্যবস্থায় ক্যাপাসিটর ব্যাংক স্থাপন এবং স্মার্ট গ্রিড ব্যবস্থার প্রবর্তন’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে।

প্রকল্পের প্রধান কার্যক্রমে দুটি নতুন ১৩২/৩৩ কেভি (৩৩ / ১১ কেভিসহ) উপকেন্দ্র নির্মাণ, চারটি ৩৩/১১ কেভি উপকেন্দ্র, তিনটি বিদ্যমান উপকেন্দ্রের সংস্কার ও বৃদ্ধি, জিআইএস উপকেন্দ্র  হিসেবে পাঁচটি ৩৩ কেভি এআইএস উপকেন্দ্র  তৈরি, ডিপিডিসি অঞ্চলের অধীনে পাইলট ভিত্তিতে গ্রিড ব্যবস্থার স্মার্ট প্রবর্তন,  ১১টি গাড়ি কেনা এবং ১৫টি উপকেন্দ্র  ভবন নির্মাণ।

নতুন প্রকল্পের আওতায় প্রায় ১৫ লাখ নতুন গ্রাহক বিদ্যুৎ সংযোগ পাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 13 =

Back to top button