ক্রিকেটখেলাধুলা

বিরাট কোহলির বিরল রেকর্ড

সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারিয়েছে ভারত। দলের বড় জয়ের দিনে বিরল রেকর্ড গড়েছেন বিরাট কোহলি।

এদিন ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই ৫০টি করে ম্যাচ জিতেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

টেস্টে ৫০তম জয় পেতে ৯৭ ম্যাচ খেলতে হয়েছে কোহলিকে। একদিনের ক্রিকেটে ২৫৪ ম্যাচ খেলে জিতেছেন ১৫৩ ম্যাচ এবং ৯৫ টি-টোয়েন্টিতে ৫৯ ম্যাচ জয়ের স্বাদ পেয়েছেন ভারতের দুই ফরম্যাটের অধিনায়ক এবং সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার।

আগেই ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে জয়ের অর্ধশতকের মাইলফলক স্পর্শ করা কোহলিকে অভিনন্দন জানিয়েছে বোর্ড ফর ক্রিকেট কন্ট্রোল অব ইন্ডিয়া, বিসিসিআই। টুইট বার্তায় বিসিসিআই লেখেছে, ‘অভিনন্দন বিরাট কোহলি। সব ফরম্যাটে ৫০টা করে জয় পাওয়া ইতিহাসের প্রথম ক্রিকেটার।’

কোহলির মতো এদিন ভারতও দারুণ একটি রেকর্ড গড়েছে। নিউজিল্যান্ডকে নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হারিয়েছে তারা। এর আগে ২০১৫ সালে দিল্লির ফিরোজ শাহ কোটলাতে দক্ষিণ আফ্রিকাকে ৩৩৭ রানে হারিয়েছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + sixteen =

Back to top button