ভারত ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা দম্পতির ঘরে আসতে চলেছে নতুন অতিথি। কোহলি নিজেই আনুশকার ‘বেবি বাম্পে’র ছবি পোস্ট করে সুখবর দিয়েছেন।
তবে একই পোস্ট আগেই দিয়েছেন আনুশকা। একই ক্যাপশন ও একই ছবি ব্যবহার করে নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন তারা।
২০১৭ ডিসেম্বরে বলিউড অভিনেত্রী আনুশকার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন কোহলি। তাদের প্রেম, রোম্যান্স, বিয়ে, দাম্পত্য সবই স্পটলাইটের নিচে ছিল।
সেলেব্রিটি কাপল হিসাবে তাদের জনপ্রিয়তা আকাশছোঁয়া। তবে বিয়ের কয়েক মাস পর থেকেই আনুশকার গর্ভবতী হওয়ার জল্পনা শুরু হয়ে যায়। একাধিকবার বিরাট বা অনুষ্কাকে সামনে এসে সেই সব ফেক নিউজ-এর মোকাবিলা করতে হয়েছে।
এবার ভারতীয় ক্রিকেটারদের অনেকদিন ধরে বাড়ির বাইরে থাকতে হবে। এমন অবস্থায় সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে পারবেন কোহলি! সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।