বিশ্বব্যাপী করোনায় প্রতি ১৮ সেকেন্ডে ১ জনের প্রাণহানি
করোনাভাইরাসে বিশ্বব্যাপী প্রাণহানি ৫ লাখ ছাড়িয়েছে। আক্রান্ত ১ কোটি ১ লাখ ১৪ হাজারের বেশি। সুস্থ হয়েছেন ৫ লাখ ১২ হাজার। রয়টার্সের জরিপ বলছে, গড়ে প্রতি ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা যাচ্ছেন অন্তত ৪ হাজার ৭শ মানুষ। প্রতি ঘন্টায় ১৯৬ এবং প্রতি ১৮ সেকেন্ডে ১ জনের প্রাণহানি ঘটছে।
প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যার মধ্যে দুই তৃতীয়াংশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের। বার্তা সংস্থা এএফপি’র পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।
এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, এই ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৯০ জনের। সেইসঙ্গে আক্রান্ত ১ কোটি ৯৯ হাজার ৫৭৬ জন। মৃত ও আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষে অবস্থান যুক্তরাষ্ট্রের। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ২৫ হাজার ৭৪৭ জন মারা গেছে।
যুক্তরাষ্ট্রে আরও ২৯ হাজার ৩৯৩ জন কোভিড-নাইনটিন রোগী শনাক্তের পর, আক্রান্ত ২৫ লাখ ৩৯ হাজার। নতুন ২০৮ জনের মৃত্যু নিয়ে প্রাণহানি ১ লাখ ২৫ হাজার। যুক্তরাজ্যে ২৪ ঘন্টায় মারা গেছে আরও ৩৬ জন এবং রাশিয়ায় ১০৪ জন।
ভারতে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ হাজার ৭শ আক্রান্ত, এ নিয়ে দেশটিতে সাড়ে ৫ লাখ রোগী শনাক্ত হলো। মারা গেছেন আরও ৩৮২ জন। নয়াদিল্লির পরিস্থিতি ক্রমেই নাজুক হচ্ছে।
সংক্রমণ বেড়ে চলায় বেইজিংয়ের আনজিন কাউন্টির প্রায় ৫ লাখ মানুষকে কঠোর লকডাউনের আওতায় নিয়ে এসেছে, চীন। দ্বিতীয় ধাপের ভ্যাকসিন পরীক্ষায় আশাব্যঞ্জক ফল পেয়েছে, চীনা কোম্পানি সিএনবিজি।
এদিকে, মহামারি মোকাবিলায় বৈশ্বিক ভার্চুয়াল সম্মেলনে ৬৯০ কোটি ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে ৪০ দেশ।