বিশ্বে করোনা শনাক্ত ৩ কোটি ছাড়াল
সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৩০ হাজার ৯১১ জনে। আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৪৫ হাজার ৫১ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ১৭ লাখ ৯৮ হাজার ১০৬ জন। করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এই তথ্য জানা যায়।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ১ হাজার ৩৪৮ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৬৮ লাখ ২৮ হাজার ৩০১ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।
এদিকে, ভারতে করোনা শনাক্তের সংখ্যার ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৯৭ হাজারের বেশি মানুষ। দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫১ লাখ ১৫ হাজার ৮৯৩ জন। এছাড়া মৃত্যু হয়েছে ৮৩ হাজার ২৩০ জনের।
আক্রান্তের সংখ্যার দিক থেকে ভারতের পরের অবস্থানে থাকলেও মৃতের সংখ্যা বেশি ব্রাজিলে। ল্যাটিন আমেরিকার দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ৪৪ লাখ ২১ হাজার ৬৮৬। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ।
গতবছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।