বিশ্বের প্রথম হাইড্রোজেন জ্বালানি চালিত যাত্রীবাহী বিমানের সফল পরীক্ষামূলক উড্ডয়ন
হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তির সমন্বয়ে তৈরি যাত্রীবাহী উড়োজাহাজ প্রথমবারের মতো সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। আকাশপথে যাত্রী পরিবহনের বাণিজ্যিক শিল্পকে কার্বন নিঃসরণ শূন্য করার লক্ষ্যে এটি একটি বড় অগ্রগতি।
জিরোএভিয়া সংস্থার তৈরি পাইপার এম-শ্রেণির বিমানটি ছয়জন যাত্রী পরিবহন করতে পারে। এতে এমন কিছু যন্ত্র সংযোজন করা হয়েছে, যা একাধারে হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে বিদ্যুৎশক্তি উৎপাদন করতে পারে।
গত বৃহস্পতিবার প্রথমবারের মতো ইংল্যান্ডের একটি রানওয়ে থেকে উড্ডয়ন এবং অবতরণের পরীক্ষায় উত্তীর্ণ হয় এটি।
জিরোএভিয়া সংস্থা জানায়, ‘বিশ্বে এই প্রথমবার হাইড্রোজেন ফুয়েল সেল চালিত কোনো যাত্রীবাহী বিমান উড্ডয়ন করেছে।’ অবশ্য, যাত্রী পরিবহনে সক্ষম এ প্রযুক্তির বেশকিছু বিমান ইতোমধ্যেই তৈরি হয়েছে। তবে এভিয়ার বিমানটি এপর্যন্ত সবচেয়ে বেশি যাত্রী পরিবহনের রেকর্ড করেছে।
সুত্রঃ সিএনবিসি