দেশবাংলা
বৃষ্টিতে তলিয়ে গেছে গোটা কক্সবাজার শহর
বুধবার সন্ধ্যায় টানা বৃষ্টিতে তলীয় গেছে গোটা কক্সবাজার শহর। এতে করে দুর্ভোগে পড়েছে কক্সবাজারে আগত পর্যটকসহ গোটা শহরবাসী।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে চলমান রয়েছে কক্সবাজার শহরের প্রধান সড়ক উন্নয়ন কাজ। পৌরসভার তত্ত্বাবধানে চলমান রয়েছে পৌরসভার আভ্যন্তরীণ অর্ধশত সংযোগ সড়ক। এছাড়াও সড়ক জনপথ বিভাগের অধীনে চলমান রয়েছে কলাতলী এলাকার প্রধান সড়ক।
এতে করে নালা নর্দমা চালু না থাকায় কয়েক ঘণ্টার টানা বৃষ্টির ২/৩ ফুট পানিতে তলীয়ে যায় কক্সবাজার শহর।
সন্ধ্যার পর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হলে কয়েক ঘন্টার মধ্যে ২/৩ ফুট পানিতে তলীয়ে যায় কলাতলীর পর্যটন এলাকা ও
প্রধান সড়কসহ শহরের অলিগলি।
এতে চরম দুর্ভোগে পড়ে হাজার হাজার পর্যটকসহ স্থানীয় লোকজন।