খাদ্যাভ্যাসস্বাস্থ্য ও চিকিৎসা

বেশি ঝাল খেলে স্মৃতিশক্তি কমে যায়: কাতার বিশ্ববিদ্যালয়ের গবেষণা

ঝাল জাতীয় খাবার অনেকেরই পছন্দের তালিকার এক নম্বরে রয়েছে। বিশেষ করে বাঙালির পাতে ঝাল খাবার না হলে তো একবেলাও চলে না। কেউ কেউ আবার একটু বেশিই ঝালপ্রেমী। খাবারের পাতা আলাদা করে ঝাল আচার বা কাঁচা মরিচ খেতেও ভালোবাসেন অনেকে।

কিন্তু গবেষণা বলছে, অত্যন্ত ঝাল খাবার বা অতিরিক্ত মরিচ খাওয়ার অভ্যেস স্মৃতিলোপ ঘটাতে পারে। প্রায় সাড়ে চার হাজার মানুষকে নিয়ে একটি সমীক্ষায় উঠে এসেছে, প্রতিদিন যারা ৫০ গ্রাম মরিচ খান, তাদের স্মৃতিশক্তি হারানোর পরিমাণ দ্বিগুণ হয়ে যায়, সূত্র নিউজ টুডে।

গবেষণায় উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। ১৫ বছর ধরে যাদের টানা এই অভ্যাস রয়েছে, তাদের ৫৬ শতাংশ স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়। অনেকেই মনে করেন, মরিচে থাকা ক্যাপসাইসিন আমাদের বুদ্ধি তুখোড় করে। কিন্তু আসলে তা নয়।

অতিরিক্ত ক্যাপসাইসিন নার্ভের ব্যথা দূর করতে সক্ষম। সে কারণেই হয়তো ধীরে ধীরে স্মৃতিশক্তি লোপ পায়। অবশ্য হট সস খেলে সেটি হয় না। কাতার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই সমীক্ষা চালিয়েছিলেন। বেশি মরিচ খাওয়ার কারণে মানুষের মধ্যে অ্যালঝাইমার্স রোগের সম্ভাবনাও দেখা দেয়। তাই ঝাল খেতে যতই ভালোবাসেন, এবার থেকে একটু রয়ে-সয়ে খাবেন।

আরো জানুন… ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল আয়োজন কেন্দ্র করে কাতারের নির্মাণ খাতে চাপ বেড়েছে। স্টেডিয়াম, রাস্তা ও হোটেল নির্মাণের জন্য নেপাল, ভারত, বাংলাদেশ ও পাকিস্তান থেকে ১৯ লাখ শ্রমিক নিয়েছে কাতার। এই শ্রমিকদের মধ্যে শত শত শ্রমিক দাবদাহে হিট-স্ট্রোক করে মারা গিয়েছেন গত কয়েক বছরে। চলতি গ্রীষ্মে এসব বিদেশি শ্রমিকের অধিকাংশকে সর্বোচ্চ ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিদিন ১০ ঘন্টা করে কাজ করতে হয়েছে।

তবে গত ৯ বছরের আবহাওয়া তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, নির্দিষ্ট সময়ে বাইরে হস্তচালিত কাজ নিষিদ্ধ করলেই শ্রমিকরা নিরাপদে থাকছে এমনটা নয়। জুন থেকে সেপ্টেম্বরে নির্ধারিত নিষিদ্ধ সময়ের বাইরেও কাজ করতে যেয়ে শ্রমিকদের হিটস্ট্রোকে আক্রান্ত হতে হচ্ছে। এর ফলে প্রতি বছরই বিপুল সংখ্যক শ্রমিক মৃত্যুঝুঁকিতে পড়ছে বলে বিশেষজ্ঞদের অভিমত।

আরো পড়ুন… গত তিন মাসে বাংলাদেশে পূর্বের যে কোনো তিন মাসের চেয়ে বেশি রেমিটেন্স এসেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার ( ২ অক্টোবর) বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী এ তথ্য জানান।

আ হ ম মুস্তফা কামাল বলেন, বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণকে উৎসাহিত করার জন্য দুই শতাংশ নগদ প্রণোদনার ব্যবস্থা রাখায় প্রবাসীরা ইতোমধ্যে ইতিবাচক সাড়া দিয়েছেন। ফলে গত তিন মাসে সাড়ে চার বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স অর্জিত হয়েছে, যা পূর্বের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি। তিনি বলেন, আশা করছি এবার ১৮ থেকে ২০ বিলিয়ন ডলারে উন্নীত হবে রেমিটেন্স।

মন্ত্রী আরো বলেন, দুই শতাংশ নগদ প্রণোদনা ঘোষণা দেওয়ার পর থেকেই সরকার এবং বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সকল পক্ষ দেশে রেমিটেন্স প্রেরণকে অগ্রাধিকার দিয়ে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

এখন থেকে ১৫০০ ডলার পর্যন্ত রেমিটেন্সের ক্ষেত্রে কোনো প্রশ্ন করা হবে না। এছাড়া প্রতি লেনদেনে ১৫০০ ডলারের মধ্যে থাকলে দিনে যতবার ইচ্ছা রেমিটেন্স প্রেরণ করা যাবে বলেও জানান অর্থমন্ত্রী।

আরো।পড়ুন… বাংলাদেশি তরুণী প্রিয়া আক্তার। গৃহকর্মী হিসেবে আবুধাবি গিয়েছিলেন তিনি। মাত্র কয়েক মাস আগে তিনি সেখানে যান। চলতি সপ্তাহে প্রিয়া প্রায় তিন হাজার মানুষের সামনে মঞ্চে নৃত্য পরিবেশন করতে যাচ্ছেন।কিভাবে যে কী হয়ে গেলো, সবকিছু প্রিয়ারও অবিশ্বাস্য ঠেকছে। প্রিয়া বলেন, আমার সন্দেহ হচ্ছে এটা বাস্তব নাকি স্বপ্ন! সংযুক্ত আরব আমিরাতের বার্তা সংস্থা ওয়ামকে দেয়া সাক্ষাৎকারে প্রিয়া জানিয়েছেন, বাংলাদেশে তার বাড়িতে অগ্নিকাণ্ডে কোনোমতে প্রাণে বেঁচে গিয়েছিল তার মেয়ে।

প্রায় এক বছর ধরে মেয়ের চিকিৎসা করাতে গিয়ে তাকে বিপুল পরিমাণ অর্থ ঋণ হিসেবে নিতে হয়েছে। এই অর্থ পরিশোধের জন্য তাকে গৃহকর্মীর ভিসায় আবুধাবিতে আসতে হয়েছে।ওয়াম জানিয়েছে, আবুধাবিতে গৃহকর্মী হিসেবে আসা এক স্বদেশী বান্ধবীর সামনে একদিন নেচেছিলেন প্রিয়া। ওই বান্ধবী প্রিয়ার নাচের এই দৃশ্য তার স্মার্টফোনে ধারণ করেন। পরে ওই গৃহকর্মী তিনি যেখানে কাজ করতেন সেই বাড়ির গৃহকর্ত্রীকে দেখান।ওই গৃহকর্ত্রী পরে ভিডিওটি তার বন্ধু জনিয়া ম্যাথিউয়ের কাছে পাঠান। ম্যাথিউ স্টাইল ডিভা নামে একটি ফেইসবুক গ্রুপ পরিচালনা করেন, যার সদস্য সংখ্যা প্রায় ১২ হাজার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 15 =

Back to top button