বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১.৫ সেলসিয়াসে রাখার লক্ষ্য নির্ধারণ
শিল্প-পূর্ব যুগের চেয়ে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১.৫ সেলসিয়াসে রাখার লক্ষ্য নির্ধারণের মধ্য দিয়ে শেষ হয়েছে সমৃদ্ধশালী অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ এর শীর্ষ সম্মেলন।
দুইদিনের সম্মেলনের শেষ দিনে রোববার এই লক্ষ্য নির্ধারণের বিষয়ে সম্মতি দেন অংশগ্রহণকারী দেশগুলোর নেতারা।
এর আগে শনিবার ইতালির রোমে এই সম্মেলন শুরু হয়। করোনাভাইরাস মহামারীর পর এটিই বিশ্বের শীর্ষ অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশগুলোর নেতাদের প্রথম মুখোমুখি বৈঠক।
সম্মেলনের পর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অংশগ্রহণকারী দেশগুলোর নেতারা একমত হয়েছেন যে বিশ্বের ওপর বৈশ্বিক উষ্ণতা ২ সেলসিয়াসে বাড়ার পরিবর্তে ১.৫ সেলসিয়াসে সীমিত থাকার প্রভাব অনেক কম হবে।
এতে বলা হয়, ‘১.৫ সেলসিয়ামের মধ্যে সীমাবদ্ধ রাখতে হলে সকল দেশেরই অর্থপূর্ণ ও কার্যকর পদক্ষেপ এবং প্রতিশ্রুতি প্রয়োজন।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমাদের সতর্ক থাকতে হবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার যা যোগানের সংযোগে বিঘ্নসহ আমাদের অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রের ওপর প্রভাব বিস্তার করছে। আমাদের অর্থনীতির পুনরুদ্ধারে এবং বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতার সহায়তায় এই বিষয়গুলো পর্যবেক্ষণ ও উপস্থাপনে আমরা একত্রে কাজ করবো।’
এদিকে সম্মেলনে বিশ্বনেতারা দরিদ্র দেশগুলোতে কয়লাভিত্তিক জ্বালানিকেন্দ্রে বিনিয়োগ বন্ধ করার বিষয়ে সম্মতি জানালেও নিজ নিজ দেশে তা বন্ধ করার বিষয়ে কোনো সময়রেখা নির্ধারণ করেননি।
জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস অবশ্য জি-২০ সম্মেলনে বিশ্বনেতাদের পরিবেশ সংরক্ষণে নির্দিষ্ট কোনো পরিকল্পনা না থাকায় হতাশা জানিয়েছেন।
রোববার এক টুইট বার্তায় তিনি বলেন, ‘জি-২০ সম্মেলনে বৈশ্বিক সংকট সমাধানে পুনরায় প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছি। আমার আশা পূরণ ছাড়াই রোম ত্যাগ করছি কিন্তু তার একেবারে কবর হয়নি। গ্লাসগোতে সিওপি২৬ সম্মেলনের লক্ষ্যে আমি তাকিয়ে আছি।’
সোমবার থেকে স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসঙ্ঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ইউনাটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সের ২৬তম সম্মেলন তথা সিওপি২৬ শুরু হচ্ছে। প্রতি পাঁচ বছর পরপর অনুষ্ঠিত এই সম্মেলন আগামী ১২ নভেম্বর শেষ হবে।
সূত্র : আনাদোলু এজেন্সি ও আলজাজিরা