ব্যক্তিগত অডিও-ভিডিও ফাঁস বন্ধে আইন সংশোধন হচ্ছে
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা একটি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই মানুষের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দিতে ফোনে আলাপের অডিও কিংবা ভিডিও ফাঁস রোধে এই সংক্রান্ত আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে সরকার।
জরুরী প্রয়োজন ছাড়া এবং গ্রাহকের অজান্তে তার ফোনের কল রেকর্ড সংগ্রহ ও প্রকাশ বন্ধে হাই কোর্ট জোর দেওয়ার প্রেক্ষাপটে মন্ত্রী এসব কথা জানিয়েছেন।
এ ব্যাপারে সরকার কী উদ্যোগ নিচ্ছে- জানতে চাইলে মোস্তফা জব্বার বলেন, “মোবাইল ফোনে অডিও-ভিডিও রেকর্ড করে তা ফাঁস করার মতো অপরাধ নিয়ন্ত্রণ করতে আইনের একটি ধারা সংশোধন করা হচ্ছে।
“ডিজিটাল নিরাপত্তা আইনে ডাটা প্রাইভেসি রক্ষার বিষয়টি একটি ধারা সংযুক্ত করে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।”
একটি মামলায় আসামির মোবাইল কললিস্ট তার বিরুদ্ধে প্রমাণ হিসাবে প্রত্যাখ্যান করে সম্প্রতি হাই কোর্ট এক রায়ের পর্যবেক্ষণে বলে, “হরহামেশাই আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও, ভিডিওসহ নাগরিকের ব্যক্তিগত যোগাযোগ ছড়িয়ে পড়ছে বা প্রকাশ করা হচ্ছে।
“আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে, সংবিধানের ৪৪ অনুচ্ছেদে চিঠিপত্রসহ নাগরিকের অন্যান্য যোগাযোগের গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা দেওয়া হয়েছে। আগ্রহী কেউ বা কোনো অংশ চাইলেই তা সহজেই লঙ্ঘন করতে করতে পারে না।”