ভারতের অধিনায়ক ও বিশ্বসেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে ঘৃনা করতেই বেশি পছন্দ করে অস্ট্রেলিয়ানরা বলে জানালেন অসি অধিনায়ক টিম পাইন। তার মতে, অন্য পাঁচ ক্রিকেটারের মতই কোহলি, আলাদা ভাবার কোন অবকাশ নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলি রান করুন তা চান না পাইন। তাই কোহলিকে ঘৃণা করেন তারা।
কোহলির ব্যাটিংয়ে মুগ্ধ হলেও অস্ট্রেলিয়ানরা তাকে ঘৃণা করতেই বেশি পছন্দ করে। পাইন বলেন, ‘কোহলির ব্যাটিং দেখতে আমাদের ভালো লাগে। কিন্তু আমরা চাই না সে আমাদের বিপক্ষে বেশি রান করুক। ক্রিকেটভক্ত হিসেবে তার ব্যাটিংয়ে মুগ্ধ হলেও কেউ চায় না, ও রান করুক অথবা উইকেটে টিকে থাকুক। কোহলিকে ঘৃণা করতেই বেশি পছন্দ করি আমরা।’
কোহলির সাথে পাইনের খুব বেশি গাঢ় সর্ম্পক নেই বলে জানান পাইন। তারপরও কোহলিকে নিয়ে অনেক প্রশ্ন শুনতে হয় তাকে। পাইনের মতে, কোহলি অন্য পাঁচ ক্রিকেটারের মতই। তিনি বলেন, ‘কোহলিকে নিয়ে অনেক প্রশ্ন শুনতে হয় আমাকে। আমার কাছে কোহলি অন্য পাঁচজনের মতোই। তার সাথে আমার সেভাবে যোগাযোগ নেই। টস করতে যাওয়ার সময়ে সাক্ষাৎ হয়। তার বিপক্ষে মাঠে খেলি, এই পর্যন্তই। এর বাইরে কোহলির সাথে বিশেষ কোনও সম্পর্ক নেই আমার।’
তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি এবং চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এখন অস্ট্রেলিয়ায় ভারত দল। সিরিজ শুরুর আগেই কথা লড়াই শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া দল। ভারত এখনও সিরিজ নিয়ে মুখ খুলেনি। ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছে তারা। তবে টেস্ট সিরিজের শেষ তিন ম্যাচে কোহলি থাকবেন না। তাই সিরিজ শুরুর আগে, হট কেক ‘কোহলি’।
অস্ট্রেলিয়ার কেউই না-কেউ কোহলিকে নিয়ে কথা বলছেনই। গতকাল কোহলিকে প্রশংসায় ভাসালেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। তিনি বলেছেন, ক্যারিয়ারে যত ক্রিকেটার দেখেছেন, কোহলির মত ক্রিকেটার দেখেননি।
সূত্রঃ বাসস