Lead Newsআন্তর্জাতিককরোনাভাইরাস
ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো করোনায় আক্রান্ত
নভেল করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। আজ মঙ্গলবার টেলিভিশনে এক সরাসরি বিবৃতিতে তিনি এ কথা জানান, খবর দ্য গার্ডিয়ান।
বলসোনারো বলেন, ‘আমার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ এসেছে।’
সবাইকে আশ্বস্ত করে প্রেসিডেন্ট আরো বলেন, ‘এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটাই জীবন। জীবন চলতে থাকে। আমি মনে করি, আমার জীবন, আমার ওপর অর্পিত দায়িত্ব ও ব্রাজিলের ভবিষ্যৎ সম্পর্কে ঈশ্বর সিদ্ধান্ত নেবেন।’
গতকাল সোমবার তাঁর করোনা পরীক্ষা করা হয় এবং বলা হয় মঙ্গলবার রিপোর্ট পাওয়া যাবে। তবে স্থানীয় সংবাদমাধ্যম আগেই জানিয়েছিল, ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারোর শরীরে করোনার উপসর্গ ছিল। তিনি জ্বরে ভুগছিলেন।