আন্তর্জাতিক

ভারতজুড়ে বিরোধীদের জয়জয়কার, বড় ধাক্কায় মোদির সরকার

করোনা মহামারি মোকাবেলা ও সাম্প্রদায়িক সংঘাতসহ নানা কারণে চাপের মুখে রয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। এর মধ্যেই সম্প্রতি দেশটির পশ্চিমবঙ্গ নির্বাচনে গো হারা হেরেছে দলটি। সবশেষ গত শনিবার ১৩টি রাজ্যের লোকসভা ও বিধানসভা নির্বাচনেও বিরোধীদের জয়জয়কার দেখা গেছে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, এদিন ১৩ রাজ্যে সব মিলিয়ে ২৮টি আসনের উপ-নির্বাচন হয়। এর মধ্যে পশ্চিমবঙ্গ, হিমাচল, মধ্যপ্রদেশ এবং কেন্দ্রশাসিত রাজ্য দাদরা ও নগর হাভেলি রয়েছে। এসব রাজ্যে ভোটের ফলাফলে কেন্দ্রীয় সরকার পরিচালনাকারী বিজেপি বড় ধাক্কা খেয়েছে।

পশ্চিমবঙ্গে গত মার্চ-এপ্রিলের বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ২১৩টিতে জয় পেয়েছিল তৃণমূল, বিজেপি পায় মাত্র ৭৭টি। পরে প্রার্থীর মৃত্যু, দলত্যাগ, দলবদলের কারণে ৭টি আসন শূন্য ঘোষণা করা হয়। এর মধ্যে ৩ আসনে গত ৩০ সেপ্টেম্বর উপ-নির্বাচন হয়, বাকি ৪টিতে হয় গত ৩০ অক্টোবর।

বিধানসভার এই ৪টি আসনের সবগুলোতেই রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস প্রার্থীদের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছে বিজেপি প্রার্থীরা। জয়ের এই পাল্লায় ভবানীপুর থেকে যুক্ত হয়েছেন দলটির নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ফলে এই রাজ্যে মাত্র ৬ মাসের ব্যবধানে দ্বিতীয়বার বিধ্বস্ত হলো ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল।

কেবল পশ্চিমবঙ্গই নয়, ভারতজুড়ে একই চিত্র দেখা যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে খবরে। একের পর এক রাজ্যে বিজেপির সাজানো বাগান তছনছ করে দিচ্ছে বিরোধী কংগ্রেস, তৃণমূল ও অন্যান্য দল। সেই তথ্যই মিলেছে গত ৩০ অক্টোবর দেশটির ১৩ রাজ্যের লোকসভার ৩টি আসন এবং বিধানসভার ২৫টি আসনের উপ-নির্বাচনে।

লোকসভার ৩ আসনের মধ্যে হিমাচলের মান্ডিতে জয় পেয়েছে কংগ্রেস, মধ্যপ্রদেশের খান্ডোয়ায় বিজেপি আর দাদরা ও নগর হাভেলিতে শিবসেনা। বিধানসভার ২৫ আসনের মধ্যে ৯টিতে বিজেপি, ৮টিতে কংগ্রেস, ৪টিতে তৃণমূল ও ৪টিতে অন্য দল জয় পেয়েছে।

এমন ফলাফল দেখে রাজনৈতিক মহল বলতে শুরু করেছে, ভারতে বিজেপির দুই মেয়াদের শাসনের অবসানের ঘণ্টা বেজে গেছে। ভবিষ্যৎ বিরোধী দলগুলোর জন্য অপেক্ষা করছে। এখন বাস্ততে ঠিক কী ঘটে, সেটি দেখতে হলে অপেক্ষ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =

Back to top button