Breakingকরোনাভাইরাস

ভারতে ফের বাড়ছে করোনা সংক্রমণ

ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৮৯২ জন। এর আগে বুধবার দেশটিতে করোনাক্রান্ত হয়েছিলেন ৪৩ হাজার ৭৩৩ জন। এর আগে মঙ্গলবার সাড়ে তিন মাসের মধ্যে সবচেয়ে কম ৩৪ হাজার ৭০৩ জন করোনাক্রান্ত হয়েছিলেন। এর পর থেকে টানা দুদিন ৪০ হাজারের বেশি মানুষ করোনাক্রান্ত হলেন দেশটিতে।

ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ পাঁচ হাজার ২৮ জনের।

এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি সাত লাখ মানুষ।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে।

বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪০ লাখ ১৭ হাজার জনের, আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৫৮ লাখ মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + seven =

Back to top button