ভারতে বেড়েছে সংক্রমণের হার, সঙ্গে বেড়েছে সক্রিয় রোগী
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমে প্রায় চারশ-তে নেমে এসেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কিছুটা কমেছে ভাইরাসে নতুন সংক্রমিত রোগীর সংখ্যাও। তবে একদিন পরই সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে বেড়েছে সক্রিয় রোগী। গত একদিনে দেশটিতে সুস্থ হওয়া মানুষের তুলনায় ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন বেশি মানুষ।
সোমবার (২৬ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৩৬১ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় চারশ। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৪ লাখ ১১ হাজার ২৬২ জনে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে প্রায় ১২০ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ২০ হাজার ৯৬৭ জন।
এদিকে দৈনিক সুস্থতা ও সংক্রমণের সংখ্যায় একদিন পরই আগের চেহারায় ফিরেছে ভারত। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাসে নতুন করে আক্রান্ত রোগীর তুলনায় সুস্থ হয়েছেন কম মানুষ। ফলে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ফের বেড়েছে। দেশটিতে এখন সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৩৫ শতাংশে।
গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৯৬৮ জন। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৩৬১। ফলে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ১১ হাজার ১৮৯ জন। দেশটির মোট শনাক্ত রোগীর ১ দশমিক ৩১ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী।
ভারতে বর্তমানে দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৪১ শতাংশে। এর আগে টানা ৩৪ দিন ধরে দেশটিতে এই হার ছিল ৩ শতাংশের নিচে।অন্যদিকে দেশটির মোট কোভিড সংক্রমণের হার কমে হয়েছে ৬ দশমিক ৮৭ শতাংশ।
ভারতের বেশিরভাগ রাজ্যে সংক্রমণ কমলেও কেরালা ও মহারাষ্ট্রে এখনও দৈনিক আক্রান্তের সংখ্যা অনেক বেশি। কেরালায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৪৬৬ জন। অন্যদিকে মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৪৩ জন।
করোনার সংক্রমণ বাড়ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় তিনটি রাজ্যেও। গত ২৪ ঘণ্টায় মিজোরামে ২ হাজার ৩০৭, মণিপুরে ১ হাজার ২০৭ ও আসামে ১ হাজার ৫৪ জন আক্রান্ত হয়েছেন। অর্থাৎ এই পাঁচ রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৮৭৭ জন, যা দেশটির দৈনিক সংক্রমণের প্রায় ৭৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১১ লাখ ৫৪ হাজার ৪৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ কোটি ৭৪ লাখ ৪৪ হাজার ১১ জনের।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে ১৮ লাখ ৯৯ হাজার ৮৭৪ জনকে টিকা দেওয়া হয়েছে। চলতি বছরের শুরুতে দেশটিতে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত টিকা পেয়েছেন ৪৩ কোটি ৫১ লাখ ৯৬ হাজারের বেশি মানুষ।