ভারতে সকল কার্যক্রম বন্ধ ঘোষণা অ্যামেনস্টি’র
ভারতের বিরুদ্ধে ‘উইচ হান্টিং’ এর অভিযোগ তুলে দেশটিতে তাদের সব কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
চলতি মাসের শুরুর দিকেই তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়া হয় বলে অভিযোগ করেছে অ্যামনেস্টি। এ কারণে বাধ্য হয়ে তাদের অনেক কর্মী ছাঁটাই করতে হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভারতের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এই ঘটনার কথা আমরা ১০ সেপ্টেম্বর জানতে পারি। এ কারণেই সংস্থার যাবতীয় কাজকর্ম বন্ধ করতে হয়।
উদ্ভূত পরিস্থিতিতে অর্থাভাবে সংস্থাটি তাদের কর্মীদের পাওনা পরিশোধ, গবেষণা কার্যক্রম পরিচালনা এবং ভুক্তভোগীদের পাশে আইনি সহায়তা নিয়ে দাঁড়াতে পারছে না – তাই অ্যামেনস্টি ইন্ডিয়া’র সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে – বলে জানিয়েছেন অ্যামেনস্টি’র মহাসচিব।
এ ব্যাপারে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে,অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বেআইনিভাবে বিদেশি ফান্ড সংগ্রহ করছে এবং ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন আইনে নিজেদের নাম নথিভুক্ত করায়নি। তাই অবশ্যই বৈদেশিক অর্থায়ন আইনের অধীনে সংস্থাটিকে নিবন্ধন করতে হবে।