ভারতেও তাজিয়া মিছিল নিষিদ্ধ: সুপ্রিম কোর্ট
পবিত্র আশুরা উপলক্ষে এ বছর শিয়া সম্প্রদায়ের মানুষ তাজিয়া মিছিল বের করতে পারবেন না বলে জানিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। করোনাভাইরাস সংক্রমণের কারণে এটি বন্ধ রাখতে বলা হয়।
মহররমে তাজিয়া মিছিলের অনুমতি চেয়ে দায়ের করা একটি জনস্বার্থ মামলা বৃহস্পতিবার শীর্ষ আদালত খারিজ করে দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এদিন রায়ে বলেছেন, ‘সাধারণভাবে দেশজুড়ে তাজিয়া মিছিলের জন্য অনুমতি দেওয়া সম্ভব নয়। সে ক্ষেত্রে জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোভিড-১৯ সংক্রমণের জন্য একটি নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে দোষারোপ করা হবে। আমরা বর্তমান পরিস্থিতিতে তাজিয়া মিছিলের অনুমতি দিয়ে একটি ধর্মীয় গোষ্ঠীকে সমস্যায় ফেলতে চাই না।’
জনস্বার্থ মামলার আবেদনকারী সাইদ কালবে জাভেদের যুক্তি ছিল, জৈনদের ধর্মীয় অনুষ্ঠানের শেষ দুদিনের প্রার্থনার জন্য মুম্বাইয়ের তিনটি উপাসনালয় খোলার অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্ট। পুরীতে জগন্নাথ মন্দিরের রথযাত্রার জন্য একই রকম অনুমতি দেওয়া হয়েছিল। তাই মহরমের ক্ষেত্রেও কিছু আইনি শিথিলতার আবেদন জানিয়েছিলেন তিনি।