ভারতের সব রাজ্যে করোনার টিকাদান কর্মসূচির মহড়া শুরু
ভারতের সব রাজ্যে আজ শনিবার একযোগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা প্রয়োগের মহড়া শুরু হয়েছে।
নতুন বছরের প্রথম দিন গতকাল শুক্রবার ভারতের সরকারি বিশেষজ্ঞ প্যানেল দেশটির ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বরাবর যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার তৈরি এই টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিতে সুপারিশ করে।
টিকাদান ঠিকঠাক মতো করতে বা এর ফাঁক-ফোকর চিহ্নিত করতে এই মহড়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
এর আগে প্রথমবার ভারতের আসাম, অন্ধ্র প্রদেশ, পাঞ্জাব ও গুজরাট রাজ্যে গত ২৮ ও ২৯ ডিসেম্বর করোনা টিকা প্রয়োগের মহড়া করা হয়।
ভারতের স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষবর্ধন আজ মহড়া পরিদর্শনে দিল্লির জিটিবি হাসপাতালে গিয়ে বলেন, ‘ভারত যে করোনা টিকা প্রয়োগ করতে যাচ্ছে তা নিয়ে কোনো সংশয় থাকা উচিত নয়। পুঙ্খানুপুঙ্খ উপায়ে টিকাটির সবদিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। পোলিও টিকাদান যখন শুরু করা হয়, তখনো গুজব ছড়িয়েছিল। প্রথম দফার মহড়া শেষে ১৫০ পৃষ্ঠার দিকনির্দেশনা অনুযায়ী কাজ করেছে সরকার।’
অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাটি ভারতে উৎপাদন করছে বেসরকারি প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। যুক্তরাজ্য এরই মধ্যে এই টিকাটির অনুমোদন দিয়েছে এবং প্রয়োগ শুরু করেছে।