Lead Newsআন্তর্জাতিক

ভারতের সঙ্গে চীনের সংঘর্ষঃ ভারতের ৩, চীনের ৫ সেনা নিহত

ভারতশাসিত লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাবাহিনীর সংঘর্ষে শুধু যে ভারতীয় সেনার তিন সদস্য প্রাণ হারিয়েছেন তাই নয়। সীমান্তের ওপারেও হয়েছে প্রাণহানি। তবে ভারতের থেকে অনেকটাই বেশি। সংঘর্ষে চীনের পাঁচজন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেস।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার রাতে ভারত ও চীনা বাহিনীর ‘সংঘর্ষে’ তিনজন ভারতীয় সেনা সদস্য মারা যান। পাশাপাশি চীনের পিপলস লিবারেশন আর্মির পাঁচ সদস্যও প্রাণ হারিয়েছেন। আরো অন্তত ১১ জন চীনা সেনা আহত হয়েছেন।

চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের সম্পাদক হু জিজিন টুইট করে বলেছেন, যতদূর আমি জানি, গালওয়ান উপত্যকার সংঘর্ষে চীনের দিকেও প্রাণহানি হয়েছে। আমি ভারতকে বলতে চাই, এত আগ্রাসন ভালো নয়। চীনের সহনশীলতাকে দুর্বলতা ভেবে ভুল করবেন না। চীন ভারতের সঙ্গে যুদ্ধ চায় না, আবার যুদ্ধ করতে ভয়ও পায় না।

দুই দেশের সম্পর্কের গত কয়েক দশকের টানাপড়েনের মধ্যেও এত রক্তক্ষয়ী ‘সংঘর্ষ’ কখনও হয়নি। সোমবার রাতের সংঘর্ষে হাতাহাতির পাশাপাশি দুই দেশের সেনাই মারণাস্ত্র ব্যবহার করেছে। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যের এই উত্তেজনা বিশ্বশান্তির জন্য রীতিমতো অশনি-সংকেত দিচ্ছে।

তবে মঙ্গলবার (১৬ জুন) বেজিংয়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ভারতই সীমান্ত পেরিয়ে চীনের সেনাদের আক্রমণ করে।

এএফপি জানিয়েছে, ‘বেইজিংয়ের তরফে ভারতের দিকে সীমান্ত অতিক্রম করে চীনের সেনাদের আক্রমণ করেছে বলে অভিযোগ করা হয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্স,ইন্ডিয়া টুইটে জানায়, ‘চীনের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর মৃত্যুর খবর সম্পর্কে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় খোঁজ-খবর করেছে। তাদের তরফে ভারতকে বলা হয়েছে ফের কোনো ঝামেলা বা সমস্যা তৈরি না করতে।

ইতোমধ্যে লাদাখে ভারত-চীন নিয়ন্ত্রণরেখায় উত্তেজনার পর দিল্লিতে বৈঠকে বসেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে রয়েছেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনেরাল বিপিন রাওয়াত। এছাড়াও রয়েছেন তিন বাহিনীর প্রধান ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =

Back to top button