Lead Newsতথ্যপ্রযুক্তি
ভোর পাঁচটা থেকে থ্রিজি, ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ
আজ সকাল থেকে দেশে দ্রুতগতির ইন্টারনেট সেবা না পাওয়ার খবর আসছে। অপারেটর সূত্রে জানা গেছে, “আজ শুক্রবার ভোর পাঁচটা থেকে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে।”
তবে কী কারণে ইন্টারনেট বন্ধ সেটা জানা যায়নি। এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বক্তব্য প্রাথমিকভাবে পাওয়া যায়নি। খবর প্রথম আলোর।
গতকাল বুধবার প্রথমে কুমিল্লায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়। এরপর আরও পাঁচটি জেলায় ধাপে ধাপে ইন্টারনেট বন্ধ করা হয়।
দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ করা জেলাগুলো হলো কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী ও চাঁদপুর। গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা মুঠোফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।