রাজনীতি

মওদুদ আহমদের মরদেহ আসছে বৃহস্পতিবার, পূরণ হবে শেষ ইচ্ছা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের একান্ত সহকারি মোমিনুর  রহমান সুজন জানান, বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্যারের (মওদুদ আহমদ) মরদেহ দেশে আনা হবে। এরপর রাজধানীতে তিনদফা জানাজা শেষে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানিকপুরে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য বজলুল করিম চৌধুরী আবেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন,ব্যারিস্টার মওদুদ আহমেদ ওসিয়ত করে গিয়েছিলেন তার গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানিকপুরে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে যেন সমাহিত করা হয়। তিনি নিজেও আমাকে সেই জায়গা দেখিয়েছিলেন। এটাই তার শেষ ইচ্ছা ছিল।

মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশের এই সংকটময় মুহূর্তে ব্যারিস্টার মওদুদ আহমদের চলে যাওয়া নিঃসন্দেহে একটি অপূরণীয় শূন্যতা। আমি মনে করি এটা শুধু বিএনপি নয়, সমগ্র জাতি একটা অপূরণীয় ক্ষতি সম্মুখীন হলাম আমরা।

তিনি একজন ভালো অভিভাবক, গুণী পার্লামেন্টিরিয়ান, সরকারের বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে। তিনি আরও বলেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে, ব্যারিস্টার মওদুদ আহমদ গণতন্ত্রকামী মানুষ ছিলেন।

আমরা সবাই দেখেছি তিনি কথা বলতেন অত্যন্ত চমৎকার এবং মার্জিত হবে। তার বক্তব্যগুলো ছিল পরিশীলিত। আগামী ১৮ মার্চ বিকেলে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মওদুদ আহমদের মরদেহ দেশে আসবে। রাতে মরদেহ রাখা হবে ইউনাইটেড হাসপাতালে। আমরা আশা করছি শুক্রবারে পার্লামেন্টে তার একটা জানাজা আদায়ের অনুমতি পাব বলে আশা করছি। তারপর হাইকোর্ট এবং দলীয় কার্যালয়ের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে। মওদুদ আহমদের শেষ ইচ্ছা অনুযায়ী নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানিকপুরে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত হবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 1 =

Back to top button