আন্তর্জাতিক

মসজিদ আল-হারামে নারী নিরাপত্তা রক্ষী নিয়োগ দিলো সৌদি

মক্কার মসজিদ আল-হারামে (মক্কার গ্রান্ড মসজিদ) নারী নিরাপত্তা-রক্ষী নিয়োগ দিয়েছে সৌদি আরব। মসজিদ আল-হারামের ইতিহাসে প্রথমবারের মতো নারী নিরাপত্তা-রক্ষী নিয়োগ দেয়া হলো।

মক্কার মসজিদ আল-হারামের চত্ত্বরে নারী নিরাপত্তা-রক্ষী কর্মকর্তাদের টহল দেয়ার ছবিও প্রকাশ করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের ২০৩০ সালের ভিশন অনুসারে বিভিন্ন সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

নারী নিরাপত্তা-রক্ষী কর্মকর্তাদের টহল দেয়ার ছবি টুইটারে প্রকাশ করে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এখন থেকে হজ আর ওমরাহর নিরাপত্তা ব্যবস্থায় নারী নিরাপত্তা-রক্ষীরাও অংশ নেবেন।

টুইটারে দেয়া ছবি দেখা যায়, ইউনিফর্ম পরিহিত নারী সদস্য দাঁড়িয়ে ডিউটি পালন করছে। পাশ দিয়ে অতিক্রম করছে এক ওমরাহ পালনকারী। ছবির ক্যাপশনে লেখা রয়েছে- من_الميدان ، أمن الحج والعمرة”” তথা ‘মাঠ থেকে হজ ও ওমরায় নিরাপত্তারক্ষী’। আর নারী নিরাপত্তা রক্ষীদের বাহুতে যে ব্যাজ রয়েছে তাতে লেখা আছে- “أمن الحج والعمرة” অর্থাৎ ‘হজ ও ওমরার নিরাপত্তারক্ষী’।

নারী নিরাপত্তা-রক্ষীদের নিয়োগের এ ছবিগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিউজসাইটে ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। এমনকি মার্কিন সংবাদ সংস্থা সিএনএনও এই ছবি প্রকাশ করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরাও মক্কার মসজিদ আল-হারামের নিরাপত্তায় নারী নিরাপত্তা-রক্ষী কর্মকর্তাদের অংশগ্রহণের প্রশংসা করেছেন। এ ছবিগুলো নিয়ে বিভিন্ন মানবাধিকারকর্মী ও বিশ্লেষকরা রিটুইট করেছেন এবং বিভিন্ন মন্তব্যও করেছেন।

সৌদি আপ্যায়ন ও বিনোদন কর্তৃপক্ষের প্রধান তুর্কি আল শেখ এ ছবিগুলোর বিষয়ে টুইটারে মন্তব্য করে বলেন, ‘নিরাপত্তাকর্মীরা এখন মাঠে।’ অপর দিকে যুবরাজ সাট্টাম বিন খালিদ বিন নাসের আল সৌদ এ ছবিগুলোর বিষয়ে কমেন্ট বক্সে সবুজ হৃদয় ও সৌদি পতাকার ছবি পোষ্ট করেন।

রাজনৈতিক বিশ্লেষক আলি সিহাবি বলেন, ‘এক সৌদি নারী পুলিশ কর্মকর্তা মক্কায় হজ কার্যক্রম পর্যবেক্ষণ করার দায়িত্বে আছেন, এটা সৌদি সমাজের বিস্ময়কর পরিবর্তন।’

সূত্রঃ সিয়াসাত ডটকম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 20 =

Back to top button