দেশবাংলা

মা ইলিশ রক্ষায় নৌ-পুলিশের সাঁড়াশি অভিযান

মা ইলিশ রক্ষায় চাঁদপুরে মেঘনা ও পদ্মা নদীতে সাঁড়াশি অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গতকাল শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত এ যৌথ অভিযান চালানো হয়। এ সময় ইলিশ মাছ ধরার কয়েক শ নৌকা ছিদ্র ও ধ্বংস এবং বিপুল পরিমাণ জাল পুড়িয়ে ফেলা হয়। অভিযানের সময় জেলেরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

আকাশ পথে হেলিকপ্টার ছাড়াও এ অভিযানে স্পিডবোট, লঞ্চ ও বেশ কিছু নৌযান অংশ নেয়।

নৌ-পুলিশের এসপি (প্রশাসন) শফিকুল ইসলাম জানান, প্রায় সাড়ে চার কোটি মিটার অবৈধ কারেন্ট জালসহ মাছ ধরার প্রচুর সরঞ্জামাদি ধ্বংস ও পোড়ানো হয়। জেলেদের ছত্রভঙ্গ করার জন্য ১৫ রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়।

অভিযানে অতিরিক্তি ডিআইজি মাহবুবর রহমান, পুলিশ সুপার ফরিদুল ইসলামসহ নৌ-পুলিশের প্রায় সাড়ে চার শ সদস্য, চাঁদপুর জেলা মৎস্য অফিসার ও জেলা পুলিশ অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =

Back to top button