রাষ্ট্রীয় খেতাব ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ পেলেন ২০১৫ বিশ্বকাপে নেতৃত্ব দেয়া মাইকেল ক্লার্ক। তার নেতৃত্বেই ২০১৫ বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বর্ডার ও স্টিভ ওয়াহর মতই খেতাবটি পেলেন ক্লার্ক।
দেশের জন্য এমন অনেক অবদানই রেখেছেন তিনি। সেই অবদানকে স্মরণীয় করে রাখতেই তাকে এ খেতাবে সম্মানিত করা হয়েছে।
এমন স্বীকৃতি পেয়ে ক্লার্ক খুবই উচ্ছ্বসিত। প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘সত্যি করে বলতে আমি বিশ্বাসই করতে পারিনি। মনে হচ্ছিল এই জুনে কেউ আমাকে এপ্রিল ফুল বানাচ্ছে। আমি বিস্মিত হয়েছি। তবে একই সঙ্গে নিজেকে সম্মানিতও মনে করছি’।
ক্লার্কের মতো একই সম্মাননা পেয়েছিলেন সাবেক অধিনায়ক রিকি পন্টিংও। তালিকায় সাবেক অধিনায়কদের মধ্যে আরো রয়েছেন মার্ক টেলর, স্টিভ ওয়াহ, অ্যালান বর্ডার ও বব সিম্পসন।
খেলোয়াড়ি ও নেতৃত্বগুণ দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এবং সমাজে বিশেষ অবদান রাখাতেই এই সম্মাননা দেয়া হয়েছে ক্লার্ককে।
৩৯ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার অবসরে গেছেন ২০১৫ বিশ্বকাপ জেতার পর পরই। অস্ট্রেলিয়ার হয়ে ১১৫ টেস্টের পাশাপাশি, ২৪৫টি ওয়ানডে, ৩৪টি টি-টোয়েন্টি খেলেছেন। এই সংস্করণগুলোতে যথাক্রমে তার সংগ্রহ ছিল ৮ হাজার ৬৪৩, ৭ হাজার ৯৮১ ও ৪৮৮ রান।