Lead Newsসম্মান ও স্বীকৃতি

মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে প্রথম

বর্তমানে মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে বলে জানিয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-বিএফআরআই।
ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ সম্প্রতি ময়মনসিংহে বিএফআরআই’র কনফারেন্স হলরুমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে এ তথ্য উল্লেখ করেন।
জানা গেছে, স্বাধীনতার পর এ দেশে মাছের উৎপাদন ছিল পাঁচ লাখ মেট্রিকটন। ১৯৮২ সালে মাছের গবেষণা শুরু হওয়ার পর আশির দশকে উৎপাদন বেড়ে দাঁড়ায় সাত লাখ মেট্রিকটনে। বর্তমানে বাংলাদেশে মাছের উৎপাদন ৪২ লাখ ৭৭ হাজার মেট্রিকটন।
তিনি বলেন, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নানা গবেষণার ফলেই মাছের উৎপাদন বেড়েছে। এছাড়া বর্তমানে দেশে মাছের চাহিদা মিটিয়ে দেশের বাইরেও মাছ রপ্তানি করা সম্ভব হচ্ছে বলে জানান তিনি।
ময়মনসিংহ থেকে এনটিভিবিডি.কমে আইয়ুব আলীর পাঠানো রিপোর্ট থেকে জানা যায়, উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন খান, বিএফআরআইর পরিচালক ড. মো. নুরুল্লাহ, ড. মো. খলিলুর রহমান, ড. এ এইচ এম কোহিনুর প্রমুখ। দিনব্যাপী কর্মশালায় ময়মনসিংহে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৮৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
এসময় অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন খান বলেন, দেশ আজ খাদ্যে যেমন স্বয়ংসম্পূর্ণ হয়েছে তেমনি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নানা গবেষণার ফলে মাছ উৎপাদনেও দেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 16 =

Back to top button