Lead Newsআইন ও বিচার

মাজেদের সঙ্গে দেখা করতে কারাগারে স্বজনরা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার আসামি ক্যাপ্টেন (অব.) আব্দুল মাজেদের সঙ্গে সাক্ষাত করতে পরিবারের সদস্যদের কারাগারে প্রবেশ করেছেন।

আজ শুক্রবার সন্ধ্যার পর মাজেদের পরিবারের সদস্যরা কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।

পরিবারের সদস্যদের মধ্যে মাজেদের স্ত্রী, তাঁর শ্যালক ও চাচাশ্বশুরসহ পাঁচজন রয়েছেন। তারা এখনো কথা বলছেন বলে জানা গেছে।

গত সোমবার রাতে রাজধানী ঢাকার মিরপুর এলাকা থেকে মাজেদকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন কলকাতায় আত্মগোপন করেছিলেন। এরই মধ্যে এই খুনির রায় বাস্তবায়নের সব প্রক্রিয়া শেষ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মাজেদের রায় বাস্তবায়ন হওয়া সময়ের ব্যাপারমাত্র।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা (বর্তমান প্রধানমন্ত্রী) ও শেখ রেহানা সে সময় বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের ঘটনায় ১৯৯৬ সালে প্রথম মামলা দায়ের করা হয়। ২০১০ সালের ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঁচ খুনির ফাঁসি কার্যকর করা হয়।

তারা হলেন, লেফট্যানেন্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, লেফট্যানেন্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, মেজর বজলুল হুদা, লেফট্যানেন্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ (আর্টিলারি) ও লেফট্যানেন্ট কর্নেল এ কে এম মহিউদ্দিন আহমেদ (ল্যান্সার)।

এ ছাড়া এ মামলার পাঁচ আসামি বিদেশে পালিয়ে রয়েছে। পলাতক এ পাঁচজন হলো, আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, এম রাশেদ চৌধুরী, এসএইচএমবি নূর চৌধুরী ও রিসালদার মোসলেম উদ্দিন। এদের মধ্যে কানাডায় নূর চৌধুরী, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে রাশেদ চৌধুরী। মোসলেম উদ্দিন জার্মানিতে ও শরিফুল হক ডালিম স্পেনে আছে। তবে খন্দকার আবদুর রশিদ কোনো দেশে অবস্থান করছে, তার সঠিক তথ্য জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − two =

Back to top button