মামুনুল হককে নিয়ে ফেসবুকে পোস্ট, যুবলীগ নেতা আটক
হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব শাইখুল হাদীস আল্লামা মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক নারীর ছবি সংবলিত ছবি পোস্ট করায় যুবলীগ নেতা এমাদ আহমেদ জয়কে আটক করেছে পুলিশ।
রবিবার দুপুরে তাহিরপুর থানা পুলিশের একটি দল তাকে আটক করে।
জানা গেছে, এমাদ জয় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে ও ইউনিয়ন যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক।
জানা যায়, গত শনিবার বিকেলে এক নারীর অশ্লীল ছবির সঙ্গে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকের ছবি যুক্ত করে এমাদ আহমদ জয় তার ফেসবুক আইডিতে পোস্ট করেন। এ নিয়ে হেফাজত অনুসারীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিলে বিষয়টি থানা পুলিশের নজরে আসে। এরপর এমাদকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
গণমাধ্যমকে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার বলেন, শাল্লা নোয়াগাঁওয়ের মতো তাহিরপুরে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই যুবকককে আপাতত পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান তিনি।