মার্কিন গোয়েন্দা প্রতিবেদনঃ ভারতকে ‘শিক্ষা’ দিতেই চীন এ হামলা চালায়
ভারতীয় বাহিনীর ওপর আক্রমণের নির্দেশ দিয়েছিলেন চীনের সেনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র জেনারেল পর্যায়ের এক কর্মকর্তা। ভারতকে ‘শিক্ষা’ দিতেই হামলার নির্দেশ দেওয়া হয়েছিল।
পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা মার্কিন গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ১৫ জুন রাতে ভারত-চীন সেনার মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ কেন হয়েছিল? যখন ভারত-চীন সেনা পর্যায়ের বৈঠকে আলোচনা চলছিল, তার মধ্যে গালওয়ান উপত্যকায় কেন দু’পক্ষ হঠাৎ মারমুখী হয়ে উঠল। এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মার্কিন গোয়েন্দারা জানতে পেরেছেন এরকম বিস্ফোরক তথ্য।
খবরে আরও বলা হয়, পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকাসহ ওই এলাকায় ভারত-চীন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে পিএলএ-র ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড। তার মাথায় রয়েছেন জেনারেল ঝাও জোংকি। এ ছাড়া আরও কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাও ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের বিষয়ে সিদ্ধান্ত নেন। শি জিনপিং প্রশাসনই তাদের নিয়োগ করে।
মার্কিন ওই গোয়েন্দা রিপোর্টের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা আরও জানায়, চীনের সেনা কর্মকর্তারা মিলেই ভারতীয় সেনাদের ওপর আক্রমণের সিদ্ধান্ত নিয়েছিলেন। আর তারা নীচু স্তরের বাহিনীকে সেই নির্দেশ দিয়েছিলেন।
আনন্দবাজারের খবরে আরও বলা হয়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কি আক্রমনের বিষয়ে জানতেন কিনা সে বিষয়ে পরিষ্কার কোনো বিষয় নিশ্চিত করতে পারেনি মার্কিন গোয়েন্দারা। মার্কিন গোয়েন্দাদের ওই রিপোর্টে বলা হয়েছে, বিষয়টি স্পষ্ট নয়। তবে চীনের বিভিন্ন সামরিক সিদ্ধান্তের বিষয়ে ওয়াকিবহাল কূটনৈতিক শিবিরের ব্যাখ্যা, প্রেসিডেন্টের অজান্তে সেনাবাহিনী স্বতন্ত্রভাবে কোনো সিদ্ধান্ত নেবে, এমনটা হওয়া কার্যত সম্ভব নয়; বরং চীনা প্রেসিডেন্টের সবুজ সঙ্কেত ছিল।