মার্কিন নির্বাচনী সপ্তাহে রাজনৈতিক বিজ্ঞাপন নেবে না ফেসবুক
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সাতদিন আগে নতুন কোনো রাজনৈতিক বিজ্ঞাপন নেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। বৃহস্পতিবার ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন রাজনৈতিক বিজ্ঞাপন ভোটারদের প্রভাবিত করতে পারে, এমন আশঙ্কা থেকে ফেসবুক এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তবে ফেসবুকে চলমান বিজ্ঞাপনগুলো প্রচার করা ও বিভিন্ন ধরনের মানুষকে লক্ষ্য করে দেখানোর সুযোগ চালু রাখার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
জাকারবার্গ বলেছেন, আনুষ্ঠানিকভাবে ভোট গণনার আগে কোনো প্রার্থী বিজয়ী ঘোষণার চেষ্টা করলে তাঁদের পোস্টে লেবেল সেঁটে দেবে ফেসবুক।
ছোট ছোট সম্প্রদায়কে টার্গেট করে রাজনৈতিক বিজ্ঞাপন প্রদর্শন নিয়ে ফেসবুকের সমালোচনা রয়েছে। তবে নতুন এই পদক্ষেপ ভবিষ্যতে যেকোনো দেশের নির্বাচনের ক্ষেত্রে নজির হিসেবে কাজ করতে পারে বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন।
পোস্টে জাকারবার্গ লিখেছেন, ‘এবারের নির্বাচন চিরাচরিত নির্বাচনের মতো হতে যাচ্ছে না। আমাদের দেশে বিভাজন তৈরি হয়েছে এবং নির্বাচনের চূড়ান্ত ফল পেতে কয়েকদিন এমনকি কয়েক সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে। দেশজুড়ে নাগরিক অস্থিরতা বৃদ্ধির ঝুঁকি রয়েছে।’