দীর্ঘ ১৮ বছর ডান হাতে সবসময়ই ব্রেসলেটটা পরে থেকেছেন টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। সেই তিনিই কিনা করোনাভাইরাসের প্রভাবে দারিদ্রপীড়িতদের সাহায্যার্থে প্রিয় ব্রেসলেটটি তুলেছিলেন নিলামে।
তবে হতাশ হতে হয়নি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা এই বিজ্ঞাপনকে। ‘অকশন ফর অ্যাকশনের’ মাধ্যমে সেই ব্রেসলেটটি ৪২ লাখ টাকায় বিক্রি করে দিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
নিলাম থেকে ব্রেসলেটটি কিনে নেয় বেসরকারী খাতের একটি প্রতিষ্ঠান। যদিও ব্রেসলেটটি কিনে মাশরাফিকেই আবার উপহার দেয় প্রতিষ্ঠানটি।
নিলাম রোববার রাত সাড়ে ১১টায় শুরু হয় লাইভ। ভিত্তিমূল্য ৫লাখ টাকা থেকে শুরু হয় নিলাম। শেষ পর্যন্ত মাশরাফির প্রিয় জিনিসটি বিক্রি হয় ৪২ লাখ টাকায়।