প্রতি মাসের প্রথম রোববার বিনামূল্যে জাতীয় চিড়িয়াখানায় প্রবেশের সুযোগ মিলবে, আর এই সুযোগ থাকবে কেবল মুজিববর্ষের বাকি মাসগুলোতে।
করোনাভাইরাসের কারণে সাত মাসের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ১ নভেম্বর থেকে শর্তসাপেক্ষে দর্শনার্থীদের জন্য খুলছে ঢাকার মিরপুরের এই চিড়িয়াখানা।
সেদিন মাসের প্রথম রোববার হওয়ায় দর্শনার্থীদের বিনামূল্যে ঢোকার সুযোগ সেদিন থেকেই কার্যকর হবে বলে চিড়িয়াখানার কিউরেটর আব্দুল লতিফ জানিয়েছেন।
শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ফ্রি টিকেটের ক্ষেত্রে শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে। দর্শনার্থীরা প্রাণিবিজ্ঞান জাদুঘরে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর বিনামূল্যে আলোকচিত্র প্রদর্শনীও দেখতে পাবে।”
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত মুজিববর্ষ হিসেবে উদযাপন করছে বাংলাদেশ।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুজিববর্ষ উপলক্ষে মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশনায় প্রতি মাসের প্রথম রোববার বিনামূল্যে চিড়িয়াখানা দেখার এই সুযোগ দেওয়া হচ্ছে।