Lead Newsরাজনীতি

মূর্তি-ভাস্কর্য নিয়ে বিতর্ক সৃষ্টিকারীদের ওপর রাজাকারদের প্রেতাত্না ভর করেছেঃ সুমন

মূর্তি এবং ভাস্কর্য নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করেছে তাদের ওপর রাজাকার, আল-বদর, আল-শামস, যুদ্ধাপরাধীদের প্রেতাত্মারা ভর করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

রবিবার (৬ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে সাধারণ আইনজীবীদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। কুষ্টিয়া শহরের পাঁচরাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, একাত্তর সালে তারা বলেছে যারা পাকিস্তানের বিরোধিতা করবে তারা মুসলমান থাকবে না। তারা সেসময় এ দেশকে আটকাতে পারেনি। এদের বংশধররাই বলে এটা মূর্তি, এটা প্রতিমা। স্বাধীনতার স্বপক্ষের সরকারের বিরোধিতা করার জন্যই তারা এসব কথা বলে। ইসলাম প্রতিষ্ঠা করা তাদের উদ্দেশ্য না। আমার মনে হচ্ছে, যারা মূর্তি এবং ভাস্কর্যের বিতর্ক শুরু করেছে এদের ওপর রাজাকার, আল-বদর, আল-শামস, যুদ্ধাপরাধীদের প্রেতাত্মারা ভর করেছে।’

ব্যারিস্টার সুমন আরও বলেন, ‘এদের ফান্ড কোত্থেকে আসতেছে, তারা টাকা কোথা থেকে পাচ্ছে সে বিষয়টিও সরকার দেখছে।’

তিনি বলেন, ‘আমি সরকারের কাছে দাবি জানাবো, যারা এই ভাস্কর্য ভাঙচুর করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’ যারা ভাস্কর্য ভেঙেছে তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলার অধীনে আনা যায় কিনা সে বিষয়ে বিবেচনা করতে ব্যারিস্টার সুমন দলের সিনিয়র আইনজীবীদের প্রতি অনুরোধ জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + thirteen =

Back to top button