মেঘালয়ে বাংলাদেশ-ভারত যৌথ সামরিক মহড়া
বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে মেঘালয়ে চলছে দু’দেশের যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া। সোমবার (৩ ফেব্রুয়ারি) শুরু হওয়া ‘সম্প্রীতি-৯’ শীর্ষক এ মহড়া চলবে আগামী ১৬ ফেব্রুয়ারি।
বাংলাদেশের উত্তর সীমান্তবর্তী মেঘালয়ের উমরোইতে শুরু হওয়া এ মহড়ার বিষয়ে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) জানিয়েছে, বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা ক্ষেত্রে ‘সম্প্রীতি’ একটি গুরুত্বপূর্ণ অর্জন। এই ধরনের মহড়া প্রতিবেশী দু’দেশই পর্যায়ক্রমে আয়োজন করে থাকে।
‘সম্প্রীতি-৯’ চলাকালে একটি কমান্ড পোস্ট মহড়া (সিপিএক্স) ও একটি ফিল্ড ট্রেইনিং মহড়া (এফটিএক্স) সম্পন্ন করবে দু’দেশের সামরিক বাহিনী। সিপিএক্স ও এফটিএক্সে জাতিসংঘ চার্টার মেনে সন্ত্রাস মোকাবিলায় দু’দেশের কার্যক্রমের একটি চিত্র ফুটিয়ে তোলা হবে। মহড়ায় দু’পক্ষের সেনারাই সন্ত্রাসবিরোধী অভিযানের যৌথ প্রশিক্ষণে অংশ নেবে।
এর আগে সম্প্রীতি-৮ মহড়া অনুষ্ঠিত হয় টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে।
সম্প্রীতি মহড়ার বিষয়ে বলা হচ্ছে, প্রতিবেশী দুদেশের সেনাবাহিনীর মধ্যে বোঝাপড়া এবং সহযোগিতা বৃদ্ধি এই মহড়ার উদ্দেশ্য। সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমন অভিযানে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ও এতে প্রাধান্য পেয়ে থাকে। সূত্র জাগো নিউজ।