মেসির নতুন জার্সিতে অভিষেক রোববার
একটা ট্র্যান্সফার মৌসুম দেখছেন ফুটবল ভক্তরা। রোমেলু লুকাকু, জ্যাক গ্রিলিশের মতো রেকর্ড ভাঙা দলবদলের পাশাপাশি ছিল মহাতারকা ক্রিস্টিয়ানোর রোনালদোর পুরনো ক্লাবে ফেরা।
সবাইকে ছাপিয়ে বরাবরের মতো আলোচনার শীর্ষে ছিলেন লিওনেল মেসি। ২০ বছর বার্সেলোনায় কাটিয়ে নতুন মৌসুমে পাড়ি দিয়েছেন প্যারিসে। তবে নতুন ক্লাবে এখনও অভিষেকের সুযোগ আসেনি এই আর্জেন্টাইন গ্রেটের।
কোপা আমেরিকা ও মৌসুম শেষে ছুটি ফাঁদে প্রায় দেড় মাস ফুটবল থেকে দূরে ছিলেন মেসি। তাই প্যাসির সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিয়ে ম্যানেজমেন্টকে জানান তিন সপ্তাহের প্রস্তুতি লাগবে তার মাঠে ফিরতে।
পিএসজি হেড কোচ মরিসিও পচেত্তিনো মেনে নেন তার এই অনুরোধ। আর মেসি শুরু করেন নিজেকে প্রস্তুত করার কাজে।
অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে অবশেষে। লিওনেল মেসিকে বার্সেলোনা ছাড়া অন্য কোনো ক্লাবের জার্সিতে মাঠে দেখতে যাচ্ছেন ভক্ত-সমর্থকেরা। রোববার রাতে রেঁসের বিপক্ষে ম্যাচে নামছে পিএসজি। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচ দিয়ে নতুন যাত্রা শুরু হচ্ছে ছয়বারের ব্যালন ডর জয়ীর।
গত তিন সপ্তাহে কন্ডিশনিংয়ের সঙ্গে ফিটনেস ও ম্যাচ প্র্যাকটিস করেছেন মেসি। পিএসজির উরেডু ট্রেনিং গ্রাউন্ডে নিয়মিত তাকে দেখা গেছে ঘাম ঝরাতে। বিশ্বজুড়ে কোটি ভক্তদের হতাশ করতে চাইছেন না তিনি।
যদিও ক্লাব ম্যানেজমেন্টের কাছ থেকে কোনো বাড়তি চাপ নেই, তারপরও মেসি মুখিয়ে আছেন মাঠে ফিরতে। ব্রাজিলের বিপক্ষে মারাকানায় কোপা আমেরিকার ফাইনালই তার খেলা শেষ ম্যাচ।
মেসির সঙ্গে রোববার মাঠে ফিরছেন আরেক তারকা নেইমারও। তেমনটা হলে চার বছর পর মাঠে দেখা যাবে মেসি-নেইমার জুটি।
তবে পিএসজির তরুণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে খেলবেন কিনা সেটা নিয়ে শঙ্কা রয়েই গেছে। রোববারের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন তিনি।
রেঁসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে রোববার বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় মাঠে নামছে পিএসজি।