মেহেদি রঙে দাড়ি উজ্জ্বল করার বিষয়টি পুরোনো। রাজধানী ঢাকাসহ বাংলাদেশের সর্বত্র এমন মেহেদিরঙা দাড়িওয়ালা মানুস দেখা যায়। ঢাকার রাস্তায় হাঁটলে এমন দাড়িওয়ালা মানুস বয়স্ক মানুষ আগের যেকোনো সময়ের চেয়ে বেশিই চোখে পড়বে। আজ সোমবার বার্তা সংস্থা এএফপি এ নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে।
৫০ বছর বয়সী মাহবুবুল বাসার এএফপিকে বলেন, ‘আমি দুই মাস ধরে মেহেদি ব্যবহার করছি। ভালোই লাগে আমার।’
‘আমার পরিবার বলে, মেহেদিতে আমাকে একটু কম বয়স্ক ও সুন্দর দেখায়,’ বলেন ষাটোর্ধ্ব আবুল মিয়া।
ক্যানভাস ম্যাগাজিনের সাংবাদিক দিদারুল দিপু বলেন, ‘গত কয়েক বছর দাড়িতে মেহেদি ব্যবহারের জনপ্রিয়তা বাড়ছেই। আশপাশের দোকানে হাত বাড়ালেই মিলছে মেহেদি গুঁড়া।’
ঢাকার সেলুনগুলোতেও রয়েছে চুল-দাড়িতে মেহেদি করে দেওয়ার বিশেষ প্যাকেজ।
এ ছাড়া মসজিদের ইমাম ও আলেম সমাজের অনেককেই দাড়িতে মেহেদি রাঙাতে দেখা যাচ্ছে। এটিও সাধারণ মুসল্লিদের মধ্যে মেহেদির জনপ্রিয়তা বাড়াতে ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে।
ঢাকার বাসিন্দা আবু তাহের এএফপিকে বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদ (সা.) নিজেও দাড়িতে মেহেদি ব্যবহার করতেন বলে শুনেছি, এ কারণে আমিও এটি করেছি।’
দাড়িতে মেহেদি রাঙানো সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক মনিরুল ইসলাম খান বার্তা সংস্থাটিকে বলেন, ‘বাংলাদেশের সমাজে মুসলিম প্রভাব বৃদ্ধির লক্ষণ এটি। অনেকেই এটি করে থাকেন নিজেকে কিছুটা সুন্দর দেখানোর জন্য। এমনকি নারীরাও নিজেদের চুলের উজ্জ্বলতা বাড়াতে মেহেদি ব্যবহার করছেন।