মেয়েকে না পেয়ে বাবাকে গুরুতর জখম; আটক ৪
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ এবং আবারও খুঁজতে এসে না পেয়ে বৃদ্ধ বাবাকে তুলে নিয়ে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে একদল স্থানীয় বখাটে ।
এ ঘটনায় তরুণী বাদী হয়ে জগন্নাথপুর থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা করেছেন ।
মামলার প্রধান আসামি শামীম মিয়াকে এখনো গ্রেপ্তার করতে পারেনি । তবে এ ঘটনায় এখন পর্যন্ত লিটন মিয়া , আকাই মিয়া , আলম মিয়া ও দিলাক মিয়া নামের চারজনকে আটক করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে ।
জানা গেছে, সাত বছর আগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের দুই বছর পর দাম্পত্য বিরোধ দেখা দিলে একমাত্র ছেলেকে নিয়ে তিনি সুনামগঞ্জের জগন্নাথপুরে বাবার বাড়িতে চলে যান। এর পর থেকে বখাটে শামীম ওই তরুণীকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকেন। এক মাস আগে শামীম তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে আটকে রেখে ধর্ষণ করেন। শামীমের হাত থেকে বাঁচতে মেয়েটি নবীগঞ্জ উপজেলার একটি বাড়িতে গৃহপরিচারিকার কাজ নিয়ে বাবার বাড়ি থেকে চলে যান। সোমবার রাত ১২টার দিকে বখাটে শামীম তাঁর লোকজনকে নিয়ে মেয়েটির বাবার বাড়িতে যান। মেয়েকে না পেয়ে বৃদ্ধ বাবাকে তুলে নিয়ে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মুসলেহ উদ্দিন মামলা দায়েরের খবরের সত্যতা নিশ্চিত করে বলেছেন গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হবে এবং প্রধান আসামি শামীমকে খুব শিঘ্রই গ্রেপ্তার করা হবে ।