ফুটবল
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হতে চান রোনালদো
খেলোয়াড়ী জীবনের ইতি ঘটার পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
বর্তমানে দুই বছরের চুক্তিতে ম্যানইউতে খেলতে এসেছেন সিআরসেভেন। দুই পক্ষ চাইলে এ চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়ানো হতে পারে।
ম্যানইউর সঙ্গে রোনালদোর সম্পর্কটা অন্যরকম। তাই তো তিনি জুভেন্টাস ছেড়ে আবার রেড ডেভিলদের হয়ে খেলতে এসেছেন। ম্যানইউর সঙ্গে যখন তার চৃক্তি শেষ হবে তখন রোনালদোর বয়স প্রায় ৪০ হবে। তখনই নিজের বুটজোড়া শোকেসে তুলে রেখে অন্যদের খেলা শেখানোর কাজ শুরু করবেন। আর কোচিং ক্যারিয়ারের সূ্চনাটা তিনি করতে চান প্রিয় ক্লাব ম্যানইউ থেকেই।
এদিকে রোনালদো যদি সত্যিই ম্যানইউর কোচ হতে পারেন তাহলে নিজ ছেলে রোনালদো জুনিয়রের কোচও হবেন এ পর্তুগিজ সুপারস্টার। কারণ ১১ বছর বয়সী রোনালদো জুনিয়র এখন ম্যানইউর অ্যাকাডেমিতে রয়েছে।
সূত্র : দি সান, ডেইলি মেইল।