যুক্তরাষ্ট্রে জিয়াউর রহমান-এর নামে রাস্তা উদ্বোধন
বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান-এর নামে রাস্তা উদ্বোধন করেছে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্য প্রশাসন।
স্থানীয় সময় রবিবার (২০ জুন) অঙ্গরাজ্যটির বাল্টিমোর সিটির সারাটোগা স্ট্রিটের অংশে ‘জিয়াউর রহমান ওয়ে’ নামফলক উম্মোচন করেন ম্যারিল্যান্ড স্টেটের ডেলিগেট ডেমোক্রেট নেতা রবিন টি লুইস।
এসময় লন্ডন থেকে ভার্চ্যুয়াল সভায় বক্তব্য দেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। বক্তব্য দেন ম্যারিল্যান্ড স্টেট গভর্নর অফিসের কমিশনার স্যাম কারকি, বাল্টিমোর সিটি মেয়রের প্রতিনিধি রবার্ট জ্যাকসন, বিএনপি নেতা ও ম্যারিল্যান্ড গভর্নরের দক্ষিণ এশিয়ান-আমেরিকান বিষয়ক কমিশনার আনিস আহমেদ।
প্রবাসীরা জানান, স্থানীয় বিএনপি নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ কাজলের ‘লাগাতার তদবিরে’ জিয়া’র নামে রাস্তা উদ্বোধনের বিষয়টি বাল্টিমোর সিটি কাউন্সিল অনুমোদন করে। কয়েক বছর আগেও শিকাগোর একটি সড়কের অংশবিশেষের নামকরণ করা হয়েছিল ‘জিয়াউর রহমান ওয়ে’।