Breakingআন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম ফেডারেল বিচারপতি হলেন জাহিদ কোরাইশি

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মুসলিম ব্যক্তিকে ফেডারেল বিচারক হিসেবে মনোনয়ন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে ফেডারেল বিচারক পদে কয়েকজন কৃষ্ণাঙ্গ নারী ও একজন এশীয় আমেরিকানকেও মনোনয়ন দেওয়া হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ মার্চ) বাইডেন এই মনোনয়ন দেন।

তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, প্রথম মুসলিম হিসেবে ফেডারেল বিচারপতি পদে মনোনয়ন পাওয়া ব্যক্তির নাম জাহিদ কোরাইশি (৪৫)। তিনি পাকিস্তানী বংশোদ্ভুত। বর্তমানে তিনি নিউ জার্সিতে ম্যাজিষ্ট্রেট বিচারক হিসেবে কাজ করছেন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারপতি পদে মনোনয়ন পেয়েছেন জাহিদ কোরাইশি

প্রথম মুসলিম হিসেবে ২০১৯ সাল থেকে নিউ জার্সির ওই পদে কাজ করছেন তিনি। বাইডেনের মনোনয়নের পর এখন সিনেটের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে মনোনয়ন নিশ্চিত হলে নতুন ওই পদে যোগ দেবেন জাহিদ কোরাইশি।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত চার বছরে মূলত রক্ষণশীল শেতাঙ্গ পুরুষদেরকেই ফেডারেল আদালতগুলোতে নিয়োগের প্রচেষ্টা চালিয়ে এসেছিলেন। অন্যদিকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর জো বাইডেন যে ১১ জনকে মনোনয়ন দিয়েছেন, তাদের মধ্যে মাত্র দু’জন পুরুষ। তবে তাদের কেউ শেতাঙ্গ নয়।

সার্কিট আদালতের জন্য তিনজন কৃষ্ণাঙ্গ নারীকে, এশীয়-আমেরিকান হিসেবে প্রথম কোনো নারীকে রাজধানী ওয়াশিংটন ডিসির জেলা আদালতে ও অন্য আরও এক নারীকে ম্যারিল্যান্ড জেলার ফেডারেল বিচারপতি হিসেবে মনোনয়ন দিয়েছেন বাইডেন।

পরে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, এ মনোনয়ন সার্বিকভাবে অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির ব্যাপক বৈচিত্রকে প্রতিনিধিত্ব করছে, যা আমাদের জাতিকে আরও শক্তিশালী করবে।

উল্লেখ্য, মার্কিন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের মনোনীত এসব ব্যক্তি আজীবন সুপ্রিম ও ফেডারেল আদালতে কাজ করে যাবেন। তবে প্রেসিডেন্টের এসব মনোনয়ন দেশটির সিনেটে অনুমোদিত হতে হবে। তারপরই কাজে যোগ দিতে পারবেন তারা।

সূত্র: ঢাকাপোস্ট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 6 =

Back to top button