যুক্তরাষ্ট্রের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ৩০ বছরে সর্বোচ্চ
মার্কিন শ্রম বিভাগের তথ্য মতে, ‘করোনা মহামারির দীর্ঘ প্রভাবের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে নতুন রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। গত অক্টোবরে দেশটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ৬ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।’
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, কনজ্যুমার প্রাইস ইনডেক্সের (সিপিআই) এক সমীক্ষা অনুসারে, যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসে গত বছর একই সময়ের তুলনায় ভোগ্যপণ্যের দাম বেড়েছে রেকর্ড ৬ দশমিক ২ শতাংশ। এই হার ১৯৯০ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ।
জানা যায়, এক মাসের ব্যবধানেই যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়েছে ১২ দশমিক ৩ শতাংশ। একইভাবে, অক্টোবরে দেশটিতে বিদ্যুতের দাম বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ।
সেইসঙ্গে যুক্তরাষ্ট্রে ব্যবহৃত গাড়ির দামও দ্রুতগতিতে বাড়ছে। এক মাসের ব্যবধানে অক্টোবরে এর মূল্যবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৫ শতাংশ এবং বছরে বেড়েছে ২৬ দশমিক ৪ শতাংশ। নতুন গাড়ির ক্ষেত্রে এর পরিমাণ যথাক্রমে ১ দশমিক ৪ শতাংশ ও ৯ দশমিক ৮ শতাংশ।
খাদ্যপণ্যের দামেও এই প্রভাব পড়েছে। মাংস, মুরগি, মাছ ও ডিমের সমন্বিতভাবে দাম বেড়েছে মাসে ১ দশমিক ৭ ও বছরে ১১ দশমিক ৯ শতাংশ।